দেশের সার্বিক বন্যা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। উত্তর ও পূর্বাঞ্চলে নদনদীর পানি কিছুটা কমলেও বেশীরভাগ এলাকা এখনও পানির নীচে।
পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন চরমে। আর দিন দিন নদী ভাঙন তীব্র হওয়ায় বাড়ছে ঘরবাড়ি হারা মানুষের সংখ্যা।
এছাড়া বেশ কয়েকটি বাঁধ ভাঙায় ঘরবাড়ি, পথঘাট, ফসলী জমি এখনও পানির নীচে। খাবার পানি ও খাদ্য সংকটে বানভাসী মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগও তাদের।
এদিকে, বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, সহসা উন্নতির সম্ভাবনা নেই বন্যা পরিস্থিতির। পদ্মা এবং যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া বাড়ছে ঢাকা ও আশেপাশের নদীসমূহের পানি। এ পর্যন্ত প্রায় দেড়শো উপজেলা বন্যা কবলিত হয়েছে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00