ক্ষমতা ও তার অপব্যবহার

দেখুন তো চেনা যায়?
একজন পুলিশের সাব ইন্সপেক্টর
আল্লাহ সম্মানজনক একটি চাকরির মাধ্যমে তার রিজিকের ব্যাবস্থা করেছেন কিন্ত তিনি সেই পদ ও ক্ষমতার অপব্যবহার করে।
ফলে আল্লাহ তার পদ ও ক্ষমতা কেড়ে নিল এবং পতিত হল অসম্মান, অপমান ও লজ্জার পরিণতিতে।

এটা আপনার আমার সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
সুতরাং যে যতটুকু ক্ষমতা ও মর্যাদার আসনে আছেন সতর্ক থাকুন নিজের ক্ষমতা ও মর্যাদার সন্মান রক্ষা করার।

সবাইকেই তার কৃতকর্মের জবাব দিতেই হবে ইনশাল্লাহ আজ অথবা কাল।

শুধু সময়ের ব্যাপার।

আল্লাহর বিচার একটু দেরিতে কারণ আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে একটু সময় দিতে চান যেন মানুষ তার ভুল বুঝতে পারে এবং ভুলের জন্য ক্ষমা চাইতে পারে।

আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়ালু কিন্ত আমাদের সেই বোধ নেই।

আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সঠিক বুঝ বুঝতে জ্ঞান দেন এবং তার অনুগ্রহের মধ্যেই রাখবেন।

মাসুদ শরীফুদ্দীন
ঢাকা, বাংলাদেশ

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *