“ক্ষমতায় থাকা অবস্থায় কেউ নির্বাচনে হারে!! ছিঃ ছিঃ…”
Comment for #US_Election2020 VS #BD_Election2020
:
ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে কেউ নির্বাচনে হারে না।
শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনা কেউ ক্ষমতায় থেকে নির্বাচন করে হারেনি। হেরেছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে অংশ নিয়ে।
খালেদা জিয়াও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করতে চাননি। তিনিই ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর নির্বাচন জোর করে করেছিলেন। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে টিকতে পারেননি। সংসদ ভেঙে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন।
২০০১ সালে শেখ হাসিনা ছক একে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবীবুর রহমান সেই ছক ভেঙে দেন এবং নিরপেক্ষ নির্বাচন দেন। এতে শেখ হাসিনার আওয়ামী লীগ হতাশাজনক আসন পায়। মাত্র ৬২টি আসন। বিএনপি একক সংখ্যা গরিষ্টতা পায়। ১৯২টি আসন। যদিও ১৯৯৬ সালে বিএনপি ১১৬টি আসন পেয়ে হেরেছিল।
২০০৬ সালে খালেদা জিয়া সরকার ছক করে নিয়মতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গিয়ে আওয়ামী লীগের সাথে মতের অমিল হয়। ফলে সেনাবাহিনীর পৃষ্টপোষকতায় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে এবং অসংবিধানিকভাবে জোর করে ২ বছর ক্ষমতা ধরে রেখে ২০০৮ সালে নির্বাচন দিতে বাধ্য হয়। এটা আওয়ামী লীগের ‘শাপে বর’ হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পায়। বিএনপি পায় মাত্র ৩০টি।
আওয়ামী লীগ ২০০৮-এর নির্বাচনে ২৩০টি আসন পাবার পরেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতা হারানোর ভয় মনে ঢুকে যায়। সূতরাং তারা কি আর ক্ষমতা ছাড়ে!! আর এখানেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন পদ্ধতির কবর হলো।
এরপর ২০১৪ এবং ২০১৮-এর নির্বাচন তো ক্ষমতায় থেকে – আবার সেই আগের ফর্মে দেশ চলতেছে; যার জন্য এত রক্তক্ষয়, আন্দোলন, দিনের পর দিন হরতাল, কত লোকের মৃত্যু সব বিফলে গেল।
খালেদা জিয়া সরকার ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর নির্বাচনটা জোর করে না করলে আওয়ামী লীগের পক্ষে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এত সহজ হতো না। বরং বিএনপি আরো অনেক শক্তিশালী হতো। সূতরাং পথটা বিএনপি’র দেখানো।
ক্যু বা অভ্যুত্থান কিংবা অনাকাঙ্খিত কোন ঘটনা ছাড়া এ পদ্ধতির পরিবর্তন হবার কোন সম্ভাবনা নাই।
প্রশ্ন হলো সেই পরিবর্তনে দেশটা আমাদের থাকবে তো? যদি থাকেও তবে সেটা কতটুকু থাকবে?
দুই দলের ক্ষমতা আর প্রতিহিংসার রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হলো দেশ ও জাতি। লাভবান হচ্ছে আওয়ামী লীগ, ভারত আর দাদাদের দল।
ক্ষমতা আর প্রতিহিংসার জন্য যারা দেশের সাথে বেঈমানী করেছে তাদের বিচার তো ইনশাল্লাহ হবেই – পৃথিবীতে না হলেও আখেরাতে। মাঝে মাঝে ভাবি সেই দিন শেখ মুজিব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার বিচার কেমন হবে!!
===========================
#প্রতিবাদী_পথিক
#Rebelled_Passerby
Sydney, Australia
Email: protibadi.pathik@gmail.com
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00