ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের মুসলিমদের অধিকার, সুযোগ- সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন, অনলাইন প্রচারণায় এমন ঘোষণা দেন তিনি। সব ধর্ম-বর্ণ নির্বিশেষ ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার ডাক দেন।
তিনি বলেন, ট্রাম্পের কারণেই হেট ক্রাইম এবং মুসলিম বিদ্বেষ বেড়েছে যুক্তরাষ্ট্রে। জো বাইডেন অভিযোগ করেন ট্রাম্পের পরিকল্পনায় এবার মূল্যহীন যুক্তরার্ষ্ট্রের প্রবীনরা।
অন্যদিকে ‘লাকি স্টেট’ আইওয়াতে প্রচারণা সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এসময় দেয়া ভাষণে আবারও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট পদে তাকে আখ্যা দেন অযোগ্য বলে।
2021-05-04 21:27:01
0000-00-00 00:00:00