দেশের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। আগামী ২০ জানুয়ারি থেকে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে কোন ভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, যদিও ওয়েস্ট ইন্ডিজ তাদের মূল দলের খেরোয়াড় নিয়ে স্কোয়াড ঘোষণা করেনি।
তার মানে এই নয় যে ওয়েস্ট ইন্ডিজ দুর্বল হয়ে আসছে। আমরা মূল দলের সাথে সিরিজ জিতেছি আশা করি এ দলের সাথেও জিতব। তবে সব মিলিয়ে আমাদের তিন ফরমেটেই ভালো খেলতে হবে। এছাড়া আমরা দীর্ঘদিন পড়ে সিরিজ খেলতে যাচ্ছি।
আকরাম খান বলেন, ‘আমাদের দলে যারা তরুণ ক্রিকেটার রয়েছেন, তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।’
ক্যারিবীয়দের ১০ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এসময় তাদের ৩ দিনের ইন-রুমের কোয়ারেন্টিনের পরে তারা আন্তস্কোয়াড প্রশিক্ষণ সেশনের জন্য ৪ দিন সময় পাবে। প্রথম সাতদিনের কোয়ারেন্টিন শেষ হলে সফরকারীরা স্থানীয় কর্মীদের সেবা পাবে।
ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে। এরপর তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
2021-05-04 22:18:15
2021-01-06 14:28:28