ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ সমতায় পাকিস্তান

কিংস্টোনের সাবিনা পার্কে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সফররত পাকিস্তান দল। 

এ জয়ের ফলে ১-১ ব্যবধানে সমতায় থেকে সিরিজ শেষ করল বাবর আজম বাহিনী। ফলে দীর্ঘ ২১ বছরের অপেক্ষার পরও পাক বাহিনীর বিপক্ষে জেতা হলো টেস্ট সিরিজ।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০২ রানে ইনিংস ঘোষণা করার পর নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে হারিয়ে ১৭৬ রান তুলে আবারও ইনিংস ঘোষণা করলে উইন্ডিজের জন্য টার্গেট দাঁড়ায় ৩২৯ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিততে হলে শেষ দিনে তাদের প্রয়োজন ছিল ২৮০ রান। অন্যদিকে সিরিজ সমতায় ফিরতে পাকিস্তানের দরকার পড়ে ৯ উইকেট।

পঞ্চম দিন ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় স্কোরে ১৬ রান যোগ হওয়ার পর ব্যক্তিগত ১৭ রানে ফেরেন আলজারি যোসেফ। এরপরের দুই ব্যাটসম্যানকে ক্রিজে দাঁড়াতেই দেননি পাকিস্তানি পেসার হাসান আলি। 

২ রানে বোনার এবং শূন্যরানেই ফেরেন রোস্টন চেস। আর পঞ্চম উইকেটে ব্যাট করতে নামা জার্মেইন ব্ল্যাকউড আউট হয়েছেন ২৫ রানে। এদিকে দীর্ঘ সময় ধরে ক্রিজে অবস্থান করা দলীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৪৭ বলে ৩৯ রান করে আউট হন।

সপ্তম উইকেট জুটিতে কাইল মেয়ার্স এবং জেসন হোল্ডারের প্রতিরোধ ভাঙেন শাহিন আফ্রিদি। মেয়ার্স ফিরেছেন ২৫ রানে। দলীয় সর্বোচ্চ ৪৭ রান করে ফেরেন হোল্ডার। শেষদিকে ১৫ রানে জসুয়া ডি সিলভা এবং ৭ রানে কেমার রোচ আউট হন। আর শূন্য রানে অপরাজিত থাকেন জেইডেন সিলস।

প্রথম ইনিংসে ছয়টি এবং দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন শাহিন শাহ আফ্রিদি।

2021-09-01 18:31:25

2021-09-01 08:31:25

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *