কোভিড- ১৯ এর আতঙ্কজনক ভোগান্তির এক ভিন্ন অভিজ্ঞতা !

২৬ বছর বয়সী মেলবোর্ন এর এক নারী তাঁর করোনা উপসর্গের ভয়াবহ এবং ভিন্নতর ভোগান্তির বর্ণনা দিয়েছেন। এ বর্ণনা অন্যদের জন্য সাবধানবাণী যা মোটেও স্বাভাবিক অসুস্থতা নয়।

টিনা দা হেরাল্ড সানের সাথে তাঁর যে অভিজ্ঞতা শেয়ার করেছেন তাতে দেখা যায় তাঁর অক্সিজেন মাত্রা ৮৮ শতাংশে নেমে যাওয়ার পরে তাকে ভেন্টিলেটর দেয়া হয়।

“তারা সরাসরি আমাকে ভ ব্যাবস্থায় নিয়ে যায় কারণ আমি শ্বাস নিতে পারছিলাম না। এ শ্বাসকষ্ট অবস্থা খুব দ্রুত ঘটে। আপনি একেবারেই কোনো বাতাস নিতে পারবেন না,” তিনি বলেন।

“আমি এমনকি এটি বর্ণনা করতে পারছি না। এটি সবচেয়ে ভয়াবহ অনুভূতি কারণ আপনি বুঝতে পারবেন না কেন এমন হচ্ছে ।

আপনি নিজের মুখ এবং নাক দিয়ে বাতাস নেয়ার জন্য যা কিছু করতে পারেন তার চেষ্টা করছেন, কিন্তু কিছুই ভিতরে যাচ্ছে না I এটি শ্বাসরোধের মতো ” ।

লোকজন লকডাউন অমান্য করে ঘুরে বেড়ায় তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বাবা মা ও করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি এখন ICU র বাহিরে আছেন, কিন্তু এখনো হাসপাতালে করোনার প্রভাবে ভুগছেন।

Mohin Arham

Executive Editor

AusBangla News

executive.editor@abnews.com.au

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *