কেম্বেলটাউন এলাকায় সাংবাদিক মত বিনিময় সভা

শাহানা চৌধুরী: আজ রোববার ১৪ই অক্টোবর ২০২১ তারিখ দুপুর কেম্বেলটাউন এলাকা বসবাসকারী বিশিষ্ট নাগরিকদের আহŸানে এক সাংবাদিক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা জনাব কায়সার আহমেদ উপস্থিত সকল সাংবাদিক ও সুধীবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। শুরুতেই তিনি আলোচ্য বিষয় সমূহ আসন্ন কাউন্সিল নির্বাচন ও কেম্পেবেলটাউন এলাকায় একটি প্রস্তাবিত আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি স্তম্ভ স্থাপন ও একটি লাশ ধোয়ার স্থান তুলে ধরে সকলকে আলোচনা ও তাদের প্রশ্ন উথ্বাপনের অনুরোধ করেন।

অনুষ্ঠানে আসন্ন নির্বাচনের উপর আলোকপাত করার জন্যে বর্তমান কাউন্সিলর ও আগামী নির্বাচনে লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুদ চৌধুরী বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশ কমিউনিটি ও সর্বোপরি এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে তিনি লাইনের উপরে লেবার পার্টির বক্সে ভোট দানের আবেদন জানান  এবং সুস্থ ভাবে কাজ করার সার্থে লেবার এর পুর্ণ পেনেলে জয়ের কোন বিকল্প নেই। এছাড়া অত্র এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি স্তম্ভ স্থাপনে এলাকাবাসীরা যে উদ্দ্যোগ নিয়েছে তা আগামীতে বাস্তবায়নের আশ্বাস দেন।

প্রস্তাবিত ভাষা স্তম্ভ উপর বিস্তারিত বক্তব্য রাখেন প্রজেক্ট যুগ্ম-কোর্ডিনেটর আজম সর্দার ও স্মৃতি স্তম্ভের মূল আর্কিটেক্ট মুনিরুজ্জামান। তারা স্মৃতি স্তম্ভ স্থাপনের গত তিন চার বছরের কার্যক্রম ও এর ডিজাইনের বিস্তারিত বর্ননা দেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বক্তারা আগামীতে শীঘ্রই স্মৃতি স্তম্ভ বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করে ডিজাইনের এনিমেটেড ভিডিও দেখিয়ে মতামত নেয়া হবে এবং এলাকাবাসীর মতামত গ্রহনের জন্যে একটি উম্মুক্ত সভার আয়োজন করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জনাব এম আর তালুকদার মন্জু, শাহ আব্দুল মতিন পপলু ও অন্যান্য। অত্র সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ সহ স্থানীয় লেবার পার্টির সদস্যরাও অংশগ্রহন করেন।আগামীতেও সাংবাদিকদের সহযোগিতার আশা রেখে সভার সমাপ্তি টেনে সভাইকে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহনের আমন্ত্রন জানান আয়োজক জনাব কায়সার আহমেদ।

2022-04-09 16:38:01

2022-04-09 06:38:01

Published
Categorized as 16

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *