আমরা কেউ ভাল না, এই মুক্তি যুদ্ধের বাংলাদেশে। আমরা মুক্তিযোদ্ধাদের নিয়েও বাণিজ্য করি। আসল নকল মুক্তি যোদ্ধা আমরা কে না জনি, চিনি। কার নজরে আনবেন? নজর তো একটায় – তার মত ভাল মানুষ হয় না। উনি খুব সৎ। আসুন সততার উদাহরণ দিই। কোরিয়া থেকে রেলওয়ে ইঞ্জিন এলো খোদ রেল কর্তৃপক্ষ অস্বীকার করল সেই ইঞ্জিন নিতে- মানের কারণে। মুক্তি যুদ্ধের বাংলাদেশে সবাই জানে সেই ঘটনা। ইঞ্জিন গুলি কি বিদেশে ফেরত গেছে? না যায় নাই। রেলওয়ে সেই ইঞ্জিন গিলছে। দুনিয়ার সবাই জানল, কেবল উনি জানলেন না। উনি খুব ভাল মানুষ। সৎ। উনার কোন কিছুই হারাবার ভয় নাই কেবল উনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা শতভাগ প্রস্তুত যেকোনো মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে নির্দেশ পেলে। কে দিবে এই নির্দেশ? শিক্ষা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তবে কি ঠুঁটো জগন্নাথ?
মুক্তি যুদ্ধের বাংলাদেশ চলে মহান ১৯৭২ এর সংবিধানে সেই সংবিধানেই নির্বাচিত প্রতিনিধির মুখে কুলুপ আঁটা। ফ্লোর ক্রসিং আইন দিয়ে।
ভাল মানুষ কে?
আপনি কাকে নির্বাচিত করেন?
দল নাকি আপনার যোগ্য প্রতিনিধি কোন ব্যক্তিকে?
আসুন আমরা ভাল মানুষ নাকি জঘন্য মানুষ নিজেদের চিমটি কেটে দেখি।
আদীল
ঢাকা
2021-09-13 17:28:14
2021-09-13 07:28:14