বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত। এমনটা হলে অনেক বাংলাদেশি বেকার হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
করোনা মহামারীর কারণে সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করছে কুয়েত সরকার। আর এর মধ্যেই এই নতুন সিদ্ধান্ত জারি করলো কুয়েত।
কুয়েতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা দেশটির বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। তাদের একটা বড় অংশই করোনা মহামারীর কারণে দেশে চলে এসেছেন। এর মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়ে এসেছে। এমতাবস্তায় তাদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো।
কুয়েতে কর্মরত বিদেশিদের জন্য নতুন আইন তৈরি করছে দেশটির সরকার। নতুন আইন অনুযায়ী, কুয়েতে সংস্থাগুলোয় কত সংখ্যক বিদেশি নাগরিককে চাকরি দেয়া যাবে, তার নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেয়া হবে। কুয়েতের নাগরিক ও বিদেশিদের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সরকার।
এক্ষেত্রে কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর শ্রীলঙ্কা, ফিলিপাইনের মতো দেশগুলোর জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব করা হয়েছে। আর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামের নাগরিকদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, কুয়েতের মোট জনসংখ্যা ৪৫ লাখ। এর মধ্যে কুয়েতের নাগরিক মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ লাখ। জনসংখ্যার সিংহভাগই বাংলাদেশ, ভারত, পকিস্তানসহ অন্যান্য দেশের নাগরিক।
2021-05-04 17:58:49
0000-00-00 00:00:00