কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সেনা সদস্য নিহত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটালিয়নের ওপর। অতর্কিত ওই হামলায় নিহত দন দুই সিআরপিএফ সেনা সদস্য।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন সেনা সদস্য। কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে কান্দিজাল সেতুতে টহল দিচ্ছিলেন সিআরপিএফ সদস্যরা। তখনই আচমকা হামলা চালায় বন্দুকধারীরা।
এ ঘটনায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে এই হামলার পর বন্দুকধারীরা আশেপাশেই কোথাও গা ঢাকা দিয়েছে বলে সেনাবাহিনীর দাবি।
কারও বাড়িতে তারা ঢুকেছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে তারা।
2021-05-04 20:23:25
0000-00-00 00:00:00