জম্মু কাশ্মীরের সোফিয়ায় ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে কাশ্মীরে অন্তত ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
জুম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় একটি পাহাড়ের পাদদেশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী যখন ওই এলাকায় তল্লাশি করতে যায়। সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হয়েছে দুই জন।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
2021-05-04 18:17:50 0000-00-00 00:00:00