আর মাত্র কয়েক দিন বাকি, এরপরই অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ড্র। তার আগে চলছে বাছাই পর্বের হাড্ডাহাড্ডি লড়াই। ৩১ মার্চ পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ২৯টি দল। বাকি রইলো আর মাত্র ৩ দল।
ওয়েলসের বিপক্ষে ইউক্রেনের ম্যাচ শেষে লড়বে স্কটল্যান্ড ও ইউক্রেন ম্যাচের জয়ী দল। এই ম্যাচে যে দল জিতবে তারাই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলা। ওশেনিয়া অঞ্চলে নিউজিল্যান্ড ও কোস্টারিকার মধ্যকার ম্যাচের জয়ী দল পাবে মূল মঞ্চের টিকিট।
বাকি থাকল একটি দল। অস্ট্রেলিয়া ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ শেষে জয়ী দল খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচে জয়ী দল পেয়ে যাবে কাতারের টিকিট।
তার আগে বিশ্বকাপ নিশ্চিত করা ২৯ দলের একটি কাতার। ২০১৯ এশিয়ান কাপের চ্যাম্পিয়ন কাতারকে বাছাই পর্বের ঝামেলা পোহাতে হয়নি স্বাগতিক দেশ হওয়ায়। দেখে নেওয়া যাক এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হওয়া ২৯টি দলের তালিকা।
ইউরোপ : জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড।
দক্ষিণ আমেরিকা : ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, একুয়েডর ও উরুগুয়ে।
আফ্রিকা: ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া, ক্যামেরুন।
এশিয়া : দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, সৌদি আরব।
কনকাকাফ : ৩৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা ফিরে পেয়েছে কানাডা।
2022-04-09 16:40:57
2022-04-09 06:40:57