কাতারের উপর থেকে অবরোধ তুলে নিচ্ছে সৌদি চুক্তি আজ

দীর্ঘদিন ধরে অবরোধের পর কাতারের জন্য আকাশসীমা, সমুদ্রবন্দর ও সীমান্ত খুলে দিতে যাচ্ছে সৌদি আরব। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের আলউলা’য় উপসাগরীয় সম্মেলন বা গালফ সামিটের প্রাক্কালে এ ঘোষণা এলো। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার এ ব্যাপারে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আর এতে উপসাগরীয় অঞ্চলে এক নতুন অধ্যায়ের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবার ৪১তম জিসিসি সামিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার দেশের হয়ে নের্তৃত্ব দেবেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৭ সালে কূটনৈতিক সঙ্কট শুরু হওয়ার পর এবারই প্রথম জিসিসি সামিটে যোগ দিচ্ছেন কাতারের আমির।

2021-01-29 22:11:55

2021-01-07 00:52:38

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *