আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের আকাশসীমায় চার বাহরাইনি যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ করেছে দোহা।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, জাতিসংঘে স্থায়ীভাবে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি নিরাপত্তা কাউন্সিলের কাছে এ ঘটনায় একটি চিঠি দিয়েছেন।
চিঠিটি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান জেরি ম্যাটজিলার কাছে পাঠিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৯ ডিসেম্বর কাতার ভূখণ্ডের জলসীমায় বাহরাইনের চার সামরিক যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। এতে কাতারের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা লঙ্ঘন করায় দোহা তীব্র নিন্দা জানিয়েছে।
2021-03-04 07:43:29
2021-03-03 20:43:29