কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী আলী খান স্মাইলভ

কাজাখস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আলী খান স্মাইলভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। 
মঙ্গলবার (১১ জানুয়ারি) পার্লামেন্টের নিম্নকক্ষে তাকে অনুমোদন দিয়ে ভোটাভুটি হয়েছে।
গেল সপ্তাহে বরখাস্ত হওয়া মন্ত্রিসভার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আলী খান। এদিকে গত এক সপ্তাহের বিক্ষোভে মধ্য-এশিয়ার দেশটিতে প্রায় ১০ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে।
এদিকে সহিংস বিক্ষোভকে অভ্যুত্থান চেষ্টা বলে আখ্যায়িত করেছেন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। তিনি বলেন, একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। কাজাখস্তানের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তিনি আরও বলেন, সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
তেলসমৃদ্ধ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটি বলছে, বেশ কয়েকটি বড় শহরে সরকারি ভবনে হামলা চালানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এ আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে তা সহিংস রূপ নেয়। তবে হঠাৎ করে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে, সেই কারণ খুঁজে পাওয়া যায়নি।
কাজাখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভের ঘটনায় দেশজুড়ে ৯ হাজার ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আর তোকায়েভ বলেন, আঞ্চলিক বিভিন্ন দেশ ও আফগানিস্তান থেকে ইসলামি জঙ্গিরাও হামলাকারীদের মধ্যে রয়েছেন।
বিক্ষোভের মধ্যেই কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাসহ নিজের মন্ত্রিসভাকে বরখাস্ত করেন তিনি। রাষ্ট্রদ্রোহী মামলায় দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সাবেক প্রধান কারিম মাসিমভকে গ্রেফতার করা হয়েছে।

2022-04-09 16:36:52

2022-04-09 06:36:52

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *