করোনাকে জয় করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। অমিতাভের ছেলে অভিষেক বচ্চন ট্যুইটারে এই খবর শেয়ার করেছেন। অমিতাভের সর্বশেষ রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। যদিও কোমর্বিডিটির কারণে হাসপাতালে থাকছেন অভিষেক।
রবিবার ট্যুইটে অভিষেক লিখেছেন, সৌভাগ্যবশত আমার বাবার লেটেস্ট করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাবা। বাড়ি গিয়ে বাবা এখন বিশ্রামে থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য। আরেকটি ট্যুইটে নিজের স্বাস্থ্যের খোঁজও দিয়েছেন অভিষেক। সেখানে লিখেছেন, আমি দুর্ভাগ্যবশত কোমর্বিডিটির কারণে এখনও করোনাভাইরাস পজিটিভ। এবং হাসপাতালেই রয়েছি। আবার সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রতি আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য। আমি করোনা জয় করে তাড়াতাড়ি ফিরব, আরও সুস্বাস্থ্য নিয়ে, প্রমিস।
গত ১১ জুলাই করোনাভাইরাসের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন অমিতাভ-অভিষেক।
পরে ১২ জুলাই পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট। তবে সেসময় তাদের শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি। তাই বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন মা ও মেয়ে।
কিন্তু ঐশ্বরিয়া ও আরাধ্যর অবস্থার অবনতি হলে গত ১৮ জুলাই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এরপর তারা করোনামুক্ত হয়ে ২৭ জুলাই বাড়ি ফেরেন।
2021-03-07 20:36:04
2021-03-07 09:36:04