করোনা মহামারি মোকাবিলায় ‘সাফল্যের’ দাবি কিমের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় দেশটির ‘উজ্জ্বল সাফল্যের’ প্রশংসা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির এক রাজনৈতিক বৈঠক শেষে কিম বলেন, “আমরা মারাত্মক ভাইরাসটির অনধিকার প্রবেশ ঠেকিয়ে দিয়েছি এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ধরে রেখেছ”। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

গত ডিসেম্বরে ৬ মাস আগে যখন বিশ্বকে করোনা গ্রাস করছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার সীমান্ত বন্ধ করে দেয় সরকার। পাশাপাশি হাজার হাজার লোককে আইসোলেশনে থাকতে বাধ্য করে।

বৃহস্পতিবারের দলীয় ওই বৈঠকে কিম করোনা মোকাবিলায় দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে পার্টির কেন্দ্রীয় কমিটির আদেশ মেনে নেয়ায় জনগণের প্রশংসাও করেন কিম।
এছাড়াও করোনা নিয়ন্ত্রণে সাফল্যের দাবি করলেও কিম বৈঠকে করোনা মোকাবিলায় সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

কেসিএনএ’র প্রতিবেদনে আরও বলা হয়, কিম মনে করেন করোনা মহামারি প্রতিরোধের জন্য সরকারের নেয়া চলমান পদক্ষেপ দ্রুত তুলে নেয়া হলে উত্তর কোরিয়ার ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। উত্তর কোরিয়ায় এখনো কোনো করোনা রোগী শনাক্তের খবর পাওয়া যায়নি। জানুয়ারির শেষ দিকে উত্তর কোরিয়া দ্রুত ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

দেশটি সীমান্ত বন্ধ করার পাশাপাশি বিদেশিদের রাজধানী পিয়ংইয়ংয়ে কোয়ারেন্টাইনে পাঠায়। দেশের নাগরিকদের আইসোলেশনে রাখার পাশাপাশি স্কুল বন্ধ করে দেয়। এখন স্কুল খুললেও জনসমাবেশ নিষিদ্ধ। তবে করোনা ভাইরাস ঠেকাতে কড়াকড়ি আরোপ করায় খাদ্যের অভাবে ভুগছেন উত্তর কোরিয়ায় ৪০ শতাংশ মানুষ।

ব্রেনি/এম

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *