করোনা বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর উপদেশ

শীতে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই এই সময় যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলাই ভালো।

মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দিতে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ সময় বিয়ে, নানা ধরণের সভা-সমাবেশসহ সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়াও খেলাধুলাসহ অন্যান্য বিষয়াদি সীমিত আকারে করা ভালো।

করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশে করোনা সংক্রমণের হার এখনো শতকরা ১১ ভাগ।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *