নিউজ ডেস্কঃ মহামারি করোনা কালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন ৪৬ হাজারেরও বেশি নারী কর্মী। তাদের অনেকেই নির্যাতন ও কারাগারে থেকে মানসিক স্বাস্থ্যহীনতায় ভুগছেন। কাজ হারিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসা এসব নারী এখন দিশেহারা হয়ে আছেন বিভিন্ন সংকটে।
বিদেশ ফেরত শিরিন আক্তার নামের ব্রাহ্মণবাড়িয়ার এক নারী জানান, তিনি দুই সন্তান নিয়ে স্বামী পরিত্যাক্তা। বেশ কিছুদিন অভাবের সাথে যুদ্ধ করে সৌদি আরবে যান গৃহকর্মীর কাজে। সেখানে সাত মাস বেতন না পেয়ে ও মালিকের নির্যাতন সইতে না পেরে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশ দূতাবাসে। মালিকের করা মামলায় ২ বছর ৪ মাস জেল খেটে গত ২৬ নভেম্বর খালি হাতে ফিরে এসেছেন দেশে।
এ বিষয়ে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) ও বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র জানায়, বিভিন্ন দেশে গৃহকর্মী হিসাবে যাওয়া নারীদের ওপর করোনাকালে কাজের চাপ বেড়েছে। নির্যাতন ও যৌন হয়রানিও বেড়েছে বহুগুনে। তারা অনেকেই খাবার পাননি নিয়মিত।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00