করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টুইটারে এই খবর জানান ওবামা নিজেই।
তিনি টুইটারে জানিয়েছেন, “এইমাত্র করোনা পরীক্ষার পজিটিভ ফল পেলাম। কিছুদিন ধরেই আমার গলা খুশখুশ করছিল। এছাড়া সুস্থ আছি।”
ওবামা বলেছেন, “ভাগ্যিস আমি ও মিশেল করোনার সবগুলো ডোজ ও বুস্টার ডোজ নিয়েছিলাম। তাই মিশেল করোনা নেগেটিভ এসেছে।”
সেইসঙ্গে তিনি যারা এখনও করোনার টিকা সম্পন্ন করেননি তাদেরকে টিকা নেওয়ার পরামর্শ দেন।
তবে টুইটারে তিনি উল্লেখ করেননি যে তার মেয়ে মালিয়া এবং সাশা এর মধ্যে কেউই ভাইরাসে আক্রান্ত কি না।
2022-04-09 16:35:02
2022-04-09 06:35:02