করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন, হাসপাতালে ভর্তি

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন। বিগ বি-র করোনা হয়েছে। এমনিতেই তিনি শ্বাসকষ্টে ভোগেন। তার ওপর করোনা ধরা পড়ায় চিকিৎসকরা রীতিমতো  চিন্তিত। কারণ, এই ধরনের ক্ষেত্রে করোনা মারাত্মক হয়ে উঠতে পারে। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল।

অমিতাভ-পুত্র অভিষেক বচ্চনেরও করেনা হয়েছে। অভিষেকও টুইট করে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর দিীয়েছেন। তিনিও হাসপাতালে ভর্তি।

অমিতাভ নিজেই টুইট করে বলেছেন, ”আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিবার ও কর্মীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল এখনও আসেনি। যাঁরা গত দশ দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করে নিন।”

কী করে অমিতাভ করোনায় আক্রান্ত হলেন তা জানা যায়নি। এর আগে তিনি করোনা নিয়ে লোককে সতর্ক করেছেন। লকডাউনের সময় লোককে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও যে ঘরবন্দি থাকছেন সেটাও জানিয়েছিলেন।

এক সপ্তাহ আগে তাঁর কমেডি ছবি গুলাবো সিতাবো অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এটাই বিগ বি-র প্রথম ছবি যা ডিজিটালি রিলিজ করল। তাঁর আরও তিনটি সিনেমা রিলিজের প্রতীক্ষায়।

অমিতাভ করোনায় আক্রান্ত হয়েছেন, এই খবর জানার পরই তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা শুরু হয়েছে। বলিউড তো বটেই, রাজনীতিবিদ, সাধারণ মানুষ সকলেরই কামনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই প্রবাদপ্রতিম অভিনেতা।

অন্যদিকে করোনার কারণে মুম্বইয়ে অভিনেত্রী রেখার বাড়িও সিল করে দেওয়া হয়েছে। বাড়ির একজন নিরাপত্তারক্ষীর করোনা ধরা পড়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  পুরসভা এসে বাড়ি সিল করে দিয়ে নোটিশ লাগিয়ে দিয়েছে। রেখার বাড়ির সামনে হামেশা দুই জন নিরাপত্তা মোতায়েন থাকেন। তাঁদেরই একজনের করোনা হয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনবিটি)

2021-03-07 20:33:51

2021-03-07 09:33:51

Published
Categorized as 20

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *