করোনার নেতিবাচক প্রভাব

মুনা মুস্তাফাঃ বিশ্বজুরে করোনা ভাইরাসের মারাত্মক প্রভাবের ফলে অনেক লোকজন মৃত্যুবরণ করেছে,  হারিয়েছে বাড়ীর প্রিয় মুখটি। অনেকে চাকুরী হারিয়ে হতাশায় ডুবে আছে। মানুষ যে শুধুমাত্র চাকুরি হারিয়ে আর্থিক সংকটে আছে তা নয়, সেই সঙে নানান রকমের মানসিক  সমস্যাও ভুগছে। বাদ যায় নি অস্ট্রেলিয়ার মত দেশের মানুষজন।

কোভিড ১৯ এর ব্যাপক বিস্তার এবং এর ফলে সৃষ্ট সংকটের কারনে অস্ট্রেলিয়াবাসীর মানসিক স্বাস্থ্যর উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। আগষ্ট মাসে অস্ট্রেলিয়ানদের কাছ থেকে লাইফ লাইনে  ৮৯০০০ কল রিসিভ করেছে অস্ট্রেলিয়ার সবচেয়ে  বড় সুইসাইড প্রিভেনসন সার্ভিসটি। করোনার প্রভাবে যেকোন নেতিবাচক প্রভাবের জন্য অষ্ট্রেলীয়ান কিছু নাম্বারে যে কেউ যোগাযোগ করতে পারেন।

2021-01-30 06:29:31 0000-00-00 00:00:00
Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *