করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে -WHO

করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডব কিছুটা স্তিমিত হতেই বাংলাদেশসহ অনেক দেশই লকডাউন শিথিলের পথে হেঁটেছে। তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটির জরুরি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ‘করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় যে সব দেশে লকডাউন শিথিল করা হয়েছে কিংবা কড়াকড়ি শর্তারোপ তুলে নেওয়া হচ্ছে, সেখানে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে।’

সুইজ্যারল্যাণ্ডের জেনেভায় WHO’র সদর দফতরে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রায়ান বলেন, ‘করোনার তাণ্ডব কিন্তু এখনও থামেনি বরং এখনও বিশ্ব করোনা মহামারির প্রথম ঢেউয়ের মধ্যে রয়েছে। অনেক দেশেই সংক্রমণ কমলেও মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় মারণ ভাইরাসের প্রার্দুভাব বাড়ছে। মনে রাখতে হবে, মহামারী অনেক ক্ষেত্রেই ঢেউয়ের মতো আসে। অর্থাৎ যেখানে প্রথম ঢেউ প্রশমিত হয়েছে সেখানে আবারও সংক্রমণ ফিরে আসতে পারে। আমরা যখন দ্বিতীয় ঢেউয়ের কথা বলি, স্বাভাবিকভাবেই সেখানে রোগের প্রথম ঢেউ থাকবে এবং কয়েকমাস পর এর পুনরাবৃত্তি ঘটবে। অনেক দেশেই কয়েক মাসের মধ্যে এটি বাস্তবতায় পরিণত হতে পারে।’

পুনরুজ্জীবনের জন্য এবং জীবন-জীবিকার স্বার্থে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, স্পেন, ইতালি সহ বহু দেশই লকডাউন শিথিল করেছে। লকডাউন শিথিলের ফলে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকায় করোনার বেলাগাম সংক্রমণ ছড়াচ্ছে। মারণ ভাইরাসের দাপট কমার সঙ্গে সঙ্গে যে সব দেশ লকডাউন শিথিলের পথে হেঁটেছে, সেখানে পরিস্থিতি ফের খারাপ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্যতম শীর্ষ কর্তা। তিনি বলেন, ‘করোনার প্রকোপ কমা মানেই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই, যে সংক্রমণ কমছে মানে এটি কমতেই থাকবে। বরং আমাদের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হতে হবে।’

2021-05-02 18:21:41 2021-05-03 01:21:41
Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *