সাধারণ চিকিৎসার জন্যও এখন হাসপাতালগুলো রোগী ভর্তি হতে গেলেই করোনা নেগেটিভ সার্টিফিকেট চায়৷ এই সার্টিফিকেট ছাড়া রোগী ভর্তি তো দূরের কথা অনেক সময় চিকিৎসাই দিতে চায়না তারা৷ এর বাইরে কর্মস্থল, পোশাক কারখানা এবং ভ্রমণের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট অনেকটা বাধ্যতামূলক হয়েছে৷ কিন্তু সাধারণভাবে করোনা টেস্ট এখানে সময় সাপেক্ষ এবং উপসর্গ ছাড়া পরীক্ষা করানো কঠিন৷ আর এই সুযোগ নিচ্ছে প্রতারক চক্র৷ তারা বিভিন্ন হাসপাতাল, করোনা টেস্টিং সেন্টারের সিল, চিকিৎসকের নাম, সাক্ষর এবং করোনা সার্টিফিকেটের স্টাইল জাল করে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে৷ তারা শুধু নেগেটিভ নয়, পজেটিভ সার্টিফিকেটও দিচ্ছে৷ পজেটিভ সার্টিফিকেট নিয়ে কেউ কেউ আবার অফিসে না গিয়ে বাসায় ছুটি কাটানোসহ নানা সরকারি সুবিধা নিচ্ছেন৷ ঢাকা শহরে এইসব সার্টিফিকেট বিক্রি হচ্ছে পাঁচ থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা৷
ঢাকাসহ জেলা শহরের হাসপাতালগুলোকে কেন্দ্র করেই এই চক্র সবচেয়ে বেশি তৎপর৷ তারা হাসপাতাল এলকা থেকেই প্রধানত জাল সার্টিফিকেট ক্রেতাদের টার্গেট করে৷ এছাড়া পোশাক কারখানা এলাকায়ও তাদের তৎপরতা আছে৷
ঢাকার ব়্যাব-৩ এর সদস্যরা সোমবার বিকেলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে করোনা সার্টিফিকেট জালকারী এইরকম একটি চক্রের চার সদস্যকে আটক করেছে৷ তারা হলো: ফজল হক, মো. শরিফ হোসেন, মো. জামশেদ ও মো. লিয়াকত আলী ৷ তাদের কাছ থেকে করোনার বেশ কিছু জাল সার্টিফিকেট, দুইটি কম্পিউটার, দুইটি প্রিন্টার ও দুইটি স্ক্যানার উদ্ধার করেছে র্যাব৷ ওই চক্রটি এরইমধ্যে করোনার দুই শতাধিক জাল সার্টিফিকেট বিক্রির কথা স্বীকার করেছে৷
ব়্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রকিবুল হাসান জানান, ‘‘এখন যারা জরুরি প্রয়োজনে দেশে বাইরে যান তারাও এই জাল নেগেটিভ সার্টিফিকেট কেনেন৷ এই জালিয়াত চক্র হাসপাতাল ও টেস্টিং সেন্টার এলাকা ছাড়াও অনলাইনে তৎপর৷ তারা অনলাইনে করোনা সার্টিফিকেটের নানা ধরনের অফার দেয়৷’’ এই ধরনের চক্র শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও তৎপর বলে জানান তিনি৷ ঢাকায় এই সার্টিফিকেট জরুরি ভিত্তিতেও বিক্রি হয়৷ দাম পড়ে বেশি৷
এর আগে ৬ জুন সাভার এলাকা থেকে আটক করা হয় দুইজনকে৷ তারা পোশাক শ্রমিকদের কাছে করোনা নেগেটিভ ও পজেটিভ সার্টিফিকেট বিক্রি করে আসছিলো৷ পোশাক কারখানার শ্রমিকরা করোনা পজেটিভ হলে তাদের কোয়ারিন্টেনে পাঠানো হয়৷ কোয়ারিন্টিনের সময় তারা বেতন নাও পেতে পারেন এই ভয়ে কোনো কোনো পোশাক শ্রমিক প্রতারকদের কাছ থেকে জাল সার্টিফিকেট কেনেন৷ আবার করোনা হলে চাকরি হারানোর ভয়ও আছে৷
সাভারের ডেনিটেক্স নামে একটি পোশাক কারখানায় করোনা নেগেটিভের কয়েকটি সার্টিফিকেট নিয়ে সন্দেহ দেখা দিলে তারা সাভার পুলিশকে জানায়৷ এরপর যারা সার্টিফিকেট নিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ করোনার জাল সার্টিফিকেটের ব্যাপারে নিশ্চিত হয়৷ তাদের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ আবু সাঈদ ও রাজু নামে দুইজনকে সাভারের গেন্ডা এলাকা থেকে আটক করে৷ সাঈদ আগে সাভার উপেজলা স্বাস্থ্য কেন্দ্রে আউট সোর্সিং-এ স্বাস্থ্যকর্মীর কাজ করতো৷ তার একটি ওষুধের দোকান আছে৷ তাদের কাছ থেকেও জাল সার্টিফিকেট এবং সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়৷ তাদের আটকারী সাভার থানার সাব ইন্সপেক্টর হামিদুর রাহমান জানান, ‘‘সাঈদ নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয় ৷ পোশাক শ্রমিকরা ছয়-সাত জন এক সঙ্গে থাকেন৷ তাদের কেউ একজন করোনা আক্রান্ত হলে কাজের জন্য বাকিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগে৷ তাদের কাছেই সাঈদ এই সার্টিফিকেট বিক্রি করতো৷’’ করোনা আক্রান্ত হলে কোনো কোনো পোশাক কারখানা ছুটির সাথে প্রণোদনাও দেয়৷ তাই কিছু পোশাক শ্রমিক সেই সুবিধা নিতে করোনা পজেটিভ সার্টিফিকেটও কেনেন৷ চক্রটি দুই ধরনের জাল সার্টিফিকেট বিক্রির কথাই স্বীকার করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা৷ তবে পোশাক কারখানা এলাকায় জাল সার্টিফিকেটের দাম কম৷ সর্বোচ্চ এক হাজার টাকা৷
সার্টিফিকেট যদি প্রয়োজনই হয় তাহলে তা সরকার কেন্দ্রীয়ভাবে দেয়ার নিয়ম চালু করতে পারে: ডা. লেলিন
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রিভেনটিভ মেডিসিন-এর চিকিৎসক ডা. লেলিন চৌধুরী বলেন, ‘‘এর আগে আমরা দেখেছি বিমানবন্দরে জাপান যাওয়ার পথে এক বাংলাদেশি যাত্রী করোনার ভুয়া নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছেন৷ তাকে ফেরত পাঠানো হয়েছে৷ তার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে৷ আর দেশের অভ্যন্তরে এই ধরনের জল সার্টিফিকেট চরম ক্ষতির কারণ হচ্ছে৷ দেখা যাবে করোনা রোগী এই সার্টিফিকেট নিয়ে দিব্যি অফিস করছেন, ঘুরে বেড়াচ্ছেন, করোনা ছাড়াচ্ছেন৷’’
তবে এজন্য সরকারের নীতিকেও দায়ী করেন তিনি৷ আর সাধারণ রোগের চিকিৎসায়ও করোনা নেগেটিভ সার্টিফিকেটের যে রেওয়াজ চালু হয়েছে তাও এই জাল জালিয়াতির জন্য দায়ী৷ ডা. লেলিন চৌধুরী বলেন,‘‘করোনা সার্টিফিকেট যদি প্রয়োজনই হয় তাহলে তা সরকার কেন্দ্রীয়ভাবে দেয়ার নিয়ম চালু করতে পারে৷ আর আজকে কেউ করোনা নেগেটিভ তার মানে এই নয় যে তার করোনার পজেটিভ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই৷”
প্রসঙ্গত, বাংলাদেশে করোনার প্রাথমিক পর্যায়ে মার্চ মাসের দিকে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছে বিমানবন্দরে করোনা নেগেটিভ সার্টিফিকেট বিক্রির অভিযোগ ছিলো৷ জাল নয়, টাকার বিনিময়ে আসল সার্টিফিকেট বিক্রিরই অভিযোগ ওঠে তখন৷ যাত্রীরা বাধ্যতামূলক কোয়ারিন্টিন এড়াতে বিমানবন্দরে দায়িত্বরত অসাধু কর্মকর্তাদের কাছ থেকে টাকার বিনিময়ে এই সার্টিাফিকেট নিতেন বলে অভিযোগ৷
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00