বাংলাদেশের বাহিরে যেতে আবারো ভুয়া করোনার সনদ নিচ্ছে অনেকে। শাহজালাল বিমানবন্দরে করোনা টেস্টের ভুয়া সনদ নিয়ে ইতালি যাওয়ার সময় এক যাত্রীকে আটক করা হয়েছে।
ভুয়া করোনা টেস্টের সনদসহ আটক করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
দেশের স্বাস্থ্য ব্যাবস্থার এই অবস্থার যেন পরিবর্তন হচ্ছে না। অন্য দিগে সরকারের মন্ত্রীরা বলছেন দেশের স্বাস্থ্য ব্যাবস্থা নাকি ইউরো এর দেশ গুলো থেকে উন্নত। অথচ দেশে হরহামেশাই মিলছে করোনার ভুয়া সনদ।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00