আমার মতো মানুষ
হাত-পা আর চোখ-নাক-কান থাকলেই কি হয়রে মানুষ
সুশিক্ষায় শিক্ষিত না হলে সে হয়ে ওঠে ফানুষ,
প্রকৃত মানুষ রুপে হতে হলে চাই কঠোর পরিশ্রম
শিক্ষা,আদব আর ভদ্রতা শিখতে হারানো যাবে না যে দম,
চেষ্টা করেছি আমি সবকিছুই শিখতে ঠিকঠাক
তবু যেন মনেহয় শেখার ক্ষেত্রে রয়ে গেছে বেশ কিছু ফাঁক,
তাঁর দয়ায় যতোদিন পৃথিবীতে বাঁচবো
শেখার জন্য ধৈর্য কখনোই না হারাবো,
“আমার মতো মানুষ” আমি-নইতো কোন জ্ঞানী কিংবা গুণীজন
কি দরকার আমাকে নিয়ে ভাবতে এতো সারাক্ষন?
থাকতে দিন না হয় আমাকে আমার-ই মতো
দুরে রাখুন আপনাদের মাথা ব্যাথা আর সমালোচনা আছে যতো।।
কে এম চঞ্চল
ঢাকা।
2021-03-07 16:15:35
2021-03-07 05:15:35