নিজস্ব সংবাদদাতা: নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের এক সদস্যকে পুলিশ কর্মকর্তার চড় দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন। ওই পুলিশ কর্মকর্তার এ ধরনের আচরণের নিন্দা জানিয়েছেন অনেকে।
জানা যায়, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশ সদস্যদের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন অর রশিদ। এ সময় ‘গুলি শেষ হয়ে গেছে’ বলায় ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন তিনি।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও ডিবির পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার আশ্বস্ত করে বলেছেন, থাপ্পড় মারার ঘটনায় যদি দোষী প্রমাণ হয় তাহলে ওই এডিসির বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণা পেলে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেছেন, আমি ভিডিও দেখিনি কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে থাপ্পড় মেরেছেন। রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের আচরণ ও অবস্থান ছিল ব্যবসায়ীদের পক্ষে। এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অমূলক, একদম ভিত্তিহীন অভিযোগ।
2022-04-20 04:12:33
2022-04-20 04:12:33