স্পোর্টস ডেস্ক: যারা আমাকে চেনে, তারা সবাই জানে যে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা সীমাহীন। এই ক্লাবে যত দিন ছিলাম, তা ছিল দুর্দান্ত এবং যে পথ আমরা একসঙ্গে পাড়ি দিয়েছিলাম, তা এই মহান ও চমৎকার প্রতিষ্ঠানের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা রয়েছে।’ ১২ বছর পর ইংলিশ দলটিতে নতুন যাত্রা শুরুর আগে এমনটাই বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আগামী দুই বছরের জন্য ম্যানইউর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সিআর সেভেন। পর্তুগীজ মহাতারকার কাছে সুযোগ রয়েছে আরও এক বছরের জন্য চুক্তি বৃদ্ধি করার। ১ কোটি ৫০ লাখ ইউরোয় জুভেন্টাস থেকে যোগ দিচ্ছেন পুরান দলে। শর্তসাপেক্ষে আরও ৮০ লাখ ইউরো দেওয়ার কথা রয়েছে ক্লাবটির। তার পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লম্বা বার্তা দিয়েছেন তিনি।
‘ওল্ড ট্র্যাফোর্ডে আমি ফিরছি, খবরটি যখন বিশ্বের কাছে পৌছে দেয়া হলো, সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাওয়ার এতদিন পর ফিরে আসাটা স্বপ্ন পূরণের মতো। তাছাড়া, প্রতিপক্ষ হিসেবেও সবসময় গ্যালারির (ইউনাইটেড) সমর্থকদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি। এটা নিঃসন্দেহে শতভাগ স্বপ্ন দিয়ে তৈরি।’
১৮ বছর বয়সে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী দলটির জার্সিতে মাঠ মাতিয়েছেন। সব প্রতিযোগিতায় ২৯২ ম্যাচে ১১৮ গোল করেনে। তিনটি প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জেতেন। একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও ক্লাব বিশ্বকাপ ট্রফিতে চুমু খান।
রোনালদো বলেন, ‘প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগিজ জাতীয় দলে প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ, প্রথম গোল্ডেন বুট এবং প্রথম ব্যালন ডি’অর- এই সবকিছুর জন্ম হয়েছে রেড ডেভিলস ও আমার মধ্যকার বিশেষ বন্ধনের মধ্য দিয়ে। অতীতে ইতিহাস লেখা হয়েছে এবং আবারও ইতিহাস লেখা হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি।
2021-09-13 17:12:38
2021-09-13 07:12:38