মুনা মুস্তাফাঃ নিউ সাউথ ওয়ালসের স্বাস্থ্য বিভাগ আবারো ১০টি নতুন পজিটিভ কেস রেকর্ড করায় তারা ওভারলির একটি ক্লাবে করোনা ভাইরাসের নতুন সক্রামনের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে।
২২,৮০৫ টি টেষ্ট করে নতুন ১০টি কোভিড পজিটিভ কেস গতকাল শুক্রবার রেকর্ড করা হয়েছে।
নিউ সাউথ ওয়ালসের ১০টি নতুন করোনা পজিটিভ কেসের মধ্যে ৬জন হোটেল কোরেনটাইনের অন্যান্য দেশ হতে আগত ভ্রমনকারী, ২জন ওয়েভারলি এর লিজিওন ক্লাবে যাতায়াতকারী, ১জন সিবিডি ক্লাসটার ও অন্যজন হসপিটাল আউটব্রেকের সাথে যুক্ত বলে সংবাদ মাধ্যম প্রকাশিত হয়।
স্বাস্থ্য বিভাগ এখনো এয়েভারলি ক্লাবে করোনা নতুন পজিটিভ কেস ও এর সংক্রমণের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে বলে জানা যায়। স্বাস্থ্য বিভাগের ১,০০০ জন হসপিটাল কর্মী বর্তমানে আইসোলেসনে আছে যারা সিডনী কনকর্ড আর লিভারপুল হসপিটালে কাজ করতো।
2021-05-04 21:19:36
0000-00-00 00:00:00