ইনজুরির কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজ এবং প্রথম দুই টেস্ট খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার। অবশেষে আসলো খুশির খবর। সুস্থ হয়ে ওঠায় ভারতের বিপক্ষে সাদা পোশাকের শেষ দুই ম্যাচের জন্য এই বাঁহাতি ওপেনারকে ফিরিয়ে দল ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ওয়ার্নার ফেরায় বাদ পড়লেন অফ ফর্মে থাকা ওপেনার জো বার্নস। এছাড়াও নেওয়া হয়েছে তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি এবং পেসার শন অ্যাবটকে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়েন পুকোভস্কি। সবকিছু ঠিক থাকলে তৃতীয় টেস্টেই অভিষেক হতে যাচ্ছে তার।
তবে সিডনি টেস্টের আগে আরও একবার পুকোভস্কির ইনজুরি পর্যবেক্ষণ করা হবে। এমনটাই জানালেন সিএ’র প্রধান নির্বাচক ট্রেভর হনস। তিনি বলেন, সব নিয়মকানুন মেনে অভিষেকের দ্বারপ্রান্তে পুকোভস্কি। তৃতীয় টেস্ট খেলার জন্য সে প্রস্তুত আছে। তবে তার আগে আরও একবার তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত।
টেস্ট সিরিজে এখন পর্যন্ত সমতায় আছে দুই দল। অ্যাডিলেডে ভারতকে ‘লজ্জা’ দেওয়ার পাশাপাশি ৮ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। হেরেও দমে যায়নি সফরকারীরা। মেলবোর্নের বক্সিং ডে টেস্টেই ঘুরে দাঁড়িয়ে সমান ব্যবধানে জয় তুলে নেয় আজিঙ্কা রাহানের দল।
শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত দল: টিম পেইন (অধিনায়ক), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মিচেল সুইপসন, মিচেল স্টার্ক, উইল পুকভস্কি, জেমস প্যাটিনসন, নাথান লায়ন, মার্নাস লাবুশেন, মইসেস হেনরিকুইস, ট্রাভিস হেড, জস হ্যাজলউড, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রীন, প্যাট কামিন্স, শন অ্যাবট এবং মাইকেল নেসার।
2021-03-04 07:00:50
0000-00-00 00:00:00