ওমিক্রন ঠেকাতে কার্যকর নয় টিকার চতুর্থ ডোজও: ইসরায়েলি গবেষণা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের চতুর্থ ডোজও যথেষ্ট নয় বলে জানিয়েছেন ইসরায়েলি গবেষকরা। দেশটিতে চতুর্থ, বুস্টার ডোজের ট্রায়ালের প্রাথমিক তথ্য উপাত্ত থেকে জানা যাচ্ছে এমন তথ্য।
সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়িলের তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে ১৫৪ জন চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের ট্রায়াল শুরুর দুই সপ্তাহ পর গবেষকরা জানান, ভ্যাকসিনটি অ্যান্টিবডির মাত্রা বাড়িয়েছে। কিন্তু এটি ওমিক্রনের বিরুদ্ধে আংশিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে।
করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলোর দুটি ডোজ নেওয়ার পরে বহু দেশেই সাধারণ মানুষ টিকার বুস্টার ডোজ নিতে শুরু করেছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার বুস্টার ডোজ নিতে নাগরিকদের আহ্বান জানাচ্ছে। উপমহাদেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ইসরায়েলের একটি গবেষণাপত্র বলছে, টিকার তৃতীয় ডোজ তো নয়ই, চতুর্থ বুস্টার ডোজও করোনা মোকাবিলায় সম্পূর্ণ সফল হবে না। ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টারের গবেষকরা এই গবেষণাটি করেছেন। তবে তাদের চূড়ান্ত রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। প্রাথমিক রিপোর্টে তারা এই তথ্য দিয়েছেন।
করোনা টিকার চতুর্থ ডোজ নিয়ে এবারই প্রথম কাজ করেছে ইহুদি ওই দেশটির মেডিকেল সেন্টারটি। রিপোর্টে বলা হয়েছে, পরীক্ষার জন্য প্রায় ১৫০ ব্যক্তিকে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ১২০ জনকে দেওয়া হয়েছিল মডার্নার ভ্যাকসিন। গবেষণায় অংশ নেওয়া এই ২৭০ জনের সকলেরই তৃতীয় বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা নেওয়া ছিল। পাশাপাশি তৃতীয় বুস্টার ডোজ নেওয়া একটি দলকে রাখা হয়েছিল, যারা চতুর্থ টিকা পায়নি।
গবেষকরা দেখেছেন, চতুর্থ টিকা নেওয়া ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি বেড়েছে। কিন্তু ওমিক্রনের মতো ভ্যারিয়েন্টকে পুরোপুরি নির্মূল করতে তা সক্ষম নয়। অর্থাৎ, চতুর্থ ডোজ নিলেও ওমিক্রন হতে পারে। তবে একই সঙ্গে বলা হয়েছে, তৃতীয় ডোজ নেওয়া ব্যক্তির চেয়ে চতুর্থ ডোজ নেওয়া ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাওয়া গেছে।

2022-04-09 16:36:52

2022-04-09 06:36:52

Published
Categorized as 18

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *