ওমান পৌঁছেছে টাইগাররা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ওমান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় ভোর ৪ টার দিকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে টাইগারদের বহনকারী বিমানটি। রবিবার রাত সোয়া ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। 
এর আগে, ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় বাংলাদেশ দলের এদিনের ওমান যাত্রা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সেই শঙ্কা কাটিয়ে পূর্ব নির্ধারিত সময়ের খানিক পর ঢাকা ছাড়েন ক্রিকেটাররা। 
মূল স্কোয়াডের ১৫ ক্রিকেটারের মধ্যে ১২ জন ও স্ট্যান্ড-বাই তালিকায় থাকা রুবেল হোসেন ও আমিনুল ইমলাম বিপ্লবও এদিন ওমানের বিমান ধরেছেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। সেখান থেকেই তারা দলের সঙ্গে যোগ দেবেন। আর লিটন কুমার দাস স্ত্রীকে নিয়ে চারদিন আগেই ওমান গেছেন। 
বিশ্বকাপের বিমান ধরার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এসময় সবার কাছে দোয়া চান তিনি। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর। তবে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে একটু আগেভাগেই ওমান গেছে। একদিনের কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশের মাঠের অনুশীলন। 
বিশ্বকাপের আগে আরব আমিরাতে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ওমানে ফিরে শুরু করবে বিশ্বকাপ মিশন। প্রথম পর্বে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের। 
দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব বা বাছাইপর্বে অংশ নিচ্ছে ৮টি দল। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার টুয়েলভ পর্বে খেলবে। যে পর্বে সরাসরি অংশ নেবে ৮টি দল। সুপার টুয়েলভ পর্বের সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতে। যে পর্ব শুরু হবে ২৩ অক্টোবর।

2022-04-09 16:40:21

2022-04-09 06:40:21

Published
Categorized as 19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *