২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে এমবাপ্পেকে কিনেছিল পিএসজি। পাঁচ বছরের চুক্তি করেছিল তার সঙ্গে। সেই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। পিএসজি এখন চাচ্ছে এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি করার জন্য। সেজন্য তারা এমবাপ্পের সঙ্গে বেশ কয়েকবার এটা নিয়ে কথা বলতে চেয়েছে। কথা বলেছে এমবাপ্পের বাবার সঙ্গেও। কিন্তু তাতে কোন বিশেষ লাভ হয়নি।
এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তির কোন আগ্রহই দেখায়নি। তাই এমবাপ্পেকে দিয়ে ক্ষতির চেয়ে তাকে বিক্রি করায় মনোযোগী এখন পিএসজি।
এমবাপ্পে যদি নতুন চুক্তি না করে তাহলে আগামী মৌসুমেই তাকে বিক্রি করে দিবে পিএসজি। আর এমবাপ্পেকে বিক্রি করলে মেসিকে কেনার চেষ্টা করবে তারা।
এমবাপ্পেকে অনেক দিন ধরেই কিনতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেও রিয়ালে যাওয়ার জন্যই পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে চাচ্ছে না। তাই শেষ পর্যন্ত যদি এমবাপ্পে চুক্তি না করে তাহলে তাকে বিক্রি করে দিবে পিএসজি।
এমবাপ্পের চুক্তির বিষয়ে গনমাধ্যমে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, “আমরা এমবাপ্পের সঙ্গে সরাসরি কথা বলব। সে কি চায় সেটা আমরা জানব এবং সেই অনুযায়ী পরবর্তি কাজ করব।”
2021-03-04 08:16:23
2021-03-03 21:16:23