এবার ফেসবুকেই করতে পারবেন ভয়েস ও ভিডিও কল

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০১৪ সালে ফেসবুক নিজের সঙ্গে জুড়ে নেয় মেসেঞ্জারকে। ফেসবুক ব্যবহারকারীদের ভয়েস ও ভিডিও কল এবং চ্যাটের জন্য ব্যবহার করতেই হয় মেসেঞ্জার। তবে দ্রুতই বদলাচ্ছে সেই নিয়ম। এবার ফেসবুকেই করতে পারবেন ভয়েস ও ভিডিও কল।

ফেসবুক অ্যাপের মধ্যেই ভয়েস এবং ভিডিও কলের সুবিধা যুক্ত করতে চলেছে। আর এই সুবিধা যুক্ত হয়ে যাওয়ার পর আলাদা করে আর মেসেঞ্জার অ্যাপ ইনস্টল রাখতে হবে না ব্যবহারকারীদের।

ফেসবুকের মূল অ্যাপেই ভিডিও ও ভয়েস কলের সুবিধা মিলবে এবার। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই ফিচার। ফেসবুক ব্যবহারকারীদের কাউকে ম্যাসেজ করতে অথবা ভিডিও-ভয়েস কলের জন্য ব্যবহার করতে হয় ম্যাসেঞ্জার। যা অত্যন্ত সমস্যার বলেই দাবি বহু মানুষের। অনেকেই এর জন্য বিরক্তও হন। সেই কারণেই এই সিদ্ধান্ত।

হোয়াটস অ্যাপ ও মেসেঞ্জারের মধ্যে মেলবন্ধনের চিন্তাভাবনা করছে জুকারবার্গের সংস্থা। এর আগে ইনস্টাগ্রামের সঙ্গে নিজেদের জুড়েছিল ফেসবুক। এর ফলে ইনস্টাগ্রাম ব্যবহার আরও সহজ উঠেছিল।

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে অডিও কল, ভিডিও কল এবং চ্যাট করার জন্য আলাদাভাবে মেসেঞ্জারের প্রয়োজন হয় না।

2021-09-01 18:31:25

2021-09-01 08:31:25

Published
Categorized as 21

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *