এবার ডা. জাফরুল্লাহ ও তার হাসপাতালের নামে মামলা

দায়িত্ব পালনে অবহেলায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মৃত প্রসূতীর স্বামী এস এ আলম সবুজ। তার বাড়ি সাভারের রাজফুলবাড়িয়ার ভাউলিয়া পাড়া এলাকায়।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

মামলাটিতে আরও আসামি করা হয়েছে হাসপাতালটির চিকিৎসক ডা. শওকত আলী আরমান, ডা. নাসরিন, গাইনী চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন ও নার্স শংকরী রানীকে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী রোকেয়া খাতুন বলেন, সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটার পর ধানমন্ডি থানার একজন পুলিশ কর্মকর্তা ও গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে মামলা করা হয়েছে

মামলা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে তার গর্ভবতী স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে। সেখানে কর্তব্যরতদের অবহেলায় তার মৃত্যু হয়। পরে এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করার সময় আপস করার কথা বলেন হাসপাতালের পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিন্তু অনেকবার আলোচনা হলেও কোনো আপস হয়নি। অবশেষে ধানমন্ডি থানায় মামলা দায়ের করতে গেলে থানা থেকে পরামর্শ দেয়া হয় আদালতে মামলা দায়েরের।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *