মুনা মুস্তাফা: নিউ সাউথ ওয়েলসে গত তিনদিনে নতুন ৪ টি করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে তার মধ্যে একটি ওরান পার্কের ক্লাসটার এর সাথে লিংকড ও ৩ টি হোটেল কোরেনটাইন এ অন্য দেশ থেকে আগত ব্যক্তি।
নিউ সাউথ ওয়েলস হেলথ উল্লেখ করে যে উক্ত আক্রান্ত ব্যক্তি অন্য করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলো তাই তাকে ১৪ দিনের সেলফ আইসোলোসনে থাকতে বলা হয়েছিলো। সর্বশেষ রবিবার পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৪০০ জনকে পরীক্ষা করে এই নতুন কেসটি সনাক্ত করা হয়েছে বলে জানা যায়।
2021-05-04 18:27:30
0000-00-00 00:00:00