এখন আওয়ামীলীগ সরকার যেটা মুখে বলে সেটাই সংবিধান: মির্জা ফখরুল

দেশের বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অনেকে সংবিধানের কথা বলছেন, কিসের সংবিধান? সরকার যেটা মুখে বলে সেটাই এখন সংবিধান। বিচার বিভাগ সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে।
রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপিপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজীর কারামুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ।
বিএনপি মহাসচিব বলেন, ‘সাংবাদিক রুহুল আমিন গাজীকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে ১০ মাস আটকে রাখা হয়েছে। গাজী সাহেব শুধু একজন সাংবাদিক নন, তিনি স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ। সত্য কথা বলতেন এবং বড় গলায় কথা বলতেন, যেটা বর্তমান সরকার সহ্য করতে পারেনি। এই কারণে তাকে মিথ্যা মামলায় ১০ মাস আটকে রাখা হয়েছে।’
ফখরুল বলেন, ‘রুহুল আমিন গাজীকে যে আইনে আটক করেছে সেটা সম্পূর্ণ একটা গণবিরোধী আইন। মুক্ত সাংবাদিকতাবিরোধী একটি আইন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা বলতে কী বোঝায়? একজন মুক্তিযোদ্ধা কখনো রাষ্ট্রদ্রোহী হতে পারে না। এই ডিজিটাল সিকিউরিটি মামলায় সংগ্রামের বয়োবৃদ্ধ সম্পাদককে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়েছে। আমার জানা মতে ডিজিটাল সিকিউরিটি আইনে সাড়ে চার হাজার মামলা হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সামগ্রিকভাবে আপনারা জানেন, এদেশে যারা স্বাধীনতার পক্ষে কথা বলছে, গণতন্ত্রের জন্য কথা বলছে, তাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
ফখরুল দাবি করেন, ‘আমাদের বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীও বাদ যায়নি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি নেই। এই সরকার ভোট চোর, ভোটের আগের রাতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। 
গত ১৪ বছর ধরে দেখছি আমরা প্রেসক্লাবের বাইরে দাঁড়াবো সেটা করতে দিচ্ছে না। আমরা আমাদের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলবো, সেটাও তারা দিচ্ছে না। অর্থাৎ যখন জনগণ থেকে একটা সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে পাওয়ার দিয়ে টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সরকার সেটাই করছে।’
ফখরুল বলেন, ‘আমরা দাবি করবো পেশিশক্তি ব্যবহার না করে এই মুহূর্তে এই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিম্ন আদালতে সাত বছর সাজা দেওয়া হয়েছে। আর সেটা হাইকোর্টের যাওয়ার পরে দশ বছর করা হয়েছে। যে মামলার কোনো ভিত্তি নেই। যে মামলায় দুই কোটি টাকার কথা উল্লেখ করা হয়েছে, সেটি এখন ওই ব্যাংকে আট কোটি টাকা হয়েছে। এই প্রশ্নগুলো এখন করে আর লাভ নেই।’
রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ আয়োজিত এক নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক মহিউদ্দিন আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

2021-09-01 18:31:25

2021-09-01 08:31:25

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *