আজ ৬ই নভেম্বর রবিবার রকডেলের রেডরোজ ফাংশন সেন্টারে একুশে একাডেমি অস্ট্রেলিয়া ইনক উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।
স্থানীয় সময় দুপুর ১২:৩০ টায় ১৯৭১ সালে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠানটি শুরু হয়। একুশে একাডেমীর সভাপতি ডঃ স্বপন পালের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে একাডেমীর সাধারন সম্পাদক জন্মেজয় রায় এবং ট্রেজারার বুলবুল আহম্মেদ তুলে ধরেন গত দুই বছরের পিএনএল রিপোর্ট।
আজকের সভাতে একুশে একাডেমীর সদস্যরা আগামীতে একুশে একাডেমীর করনীয়, ব্যর্থতা ও সুযোগের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেছিল যা একাডেমির আগামীতে পথচলায় সহযোগিতা করবে বলে মনে করেন একাডেমীর সংশ্লিস্টরা। একুশে একাডেমী অষ্টেলিয়া ইনক গত ২০ বছর এই কমিউনিটিতে প্রানস্পন্দন হিসেবে কাজ করে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনটি।
সভাপতি ডঃ স্বপন পালের ঘোষণার মাধ্যমে পুরাতন কমিটিকে বিলুপ্ত করে ডঃ মাকসুদুল বারীকে ইলেকশন কমিশনার আর মফিজুল হককে সহকারী ইলেকশন কমিশনার ঘোষণা করেন। উপস্থিত ফাইনানসিয়াল মেম্বারদের ভোটে নতুন কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সদস্যরা-
1. President: Engr. Abdul Matin
2. Vice President: Dr. Sultan Mahmud
3. General Secretary: Mr. Rownak Hasan
4. AGS: Mr. Bulbul Ahmed Saju
5. Treasurer: Mr. Muhammad Kamrul Islam
6. Cultural Secretary: Mr. Ashiq Shujon
7. Publication Secretary: Dr. Shakhawat Nayon
Members:
8. Mr. Nehal Neyamul Bari
9. Mr. Al Noman Shamim
10. Dr. Abdul Wahab
11. Dr. Swapan Paul
12. Dr. Monira Hoque (Irene)
13. Mr. Md Abdus Sattar
2021-03-04 08:16:12
2021-03-03 21:16:12