একাত্তরের আজকের দিনে প্রথম স্বীকৃতি পায় বাংলাদেশ

আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এই দিনে ভুটানের কাছ থেকে প্রথম স্বীকৃতি পায় বাংলাদেশ। একইদিনে ভুটান ও ভারত স্বীকৃতি দেয় বাংলাদেশকে। টেলিগ্রাফের মাধ্যমে প্রথম ভুটান থেকে বাংলাদেশকে স্বীকৃতি দানের বার্তা পাঠানো হয়। এর কয়েক ঘন্টা পরে স্বীকৃতির বার্তা পাঠায় ভারত।

ওইদিন বেলা এগারোটার সময় অল ইন্ডিয়া রেডিয়ো মারফত ঘোষণা করা হয় যে ভারত বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে।

ভারতের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রস্তাব উত্থাপন করে ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশের সব মানুষের ঐক্যবদ্ধ বিদ্রোহ এবং সেই সংগ্রামের সাফল্য এটা ক্রমান্বয়ে স্পষ্ট করে তুলেছে যে, তথাকথিত মাতৃরাষ্ট্র পাকিস্তান বাংলাদেশের মানুষকে স্বীয় নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সম্পূর্ণ অসমর্থ।

এর আগে ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ যুগ্মভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ জানিয়ে একটি পত্র প্রেরণ করেন।

2021-01-30 06:29:31

0000-00-00 00:00:00

Published
Categorized as 17

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *