ক’রোনা ভা’ইরাসের কারণে কয়েক মাসে বাংলাদেশের স্থগিত হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ। তবে এবার সেই সিরিজগুলো আয়োজন করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ইতিমধ্যেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সহ দেশের আরও চারটি মাঠে একক অনুশীলন শুরু করে দিয়েছে ক্রিকেটাররা। আর সবকিছু ঠিকঠাক থাকলে এমাসের ২৩ তারিখে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
এই সিরিজে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলংকা। তবে এখন পর্যন্ত এই সিরিজের চূড়ান্ত সময়সূচী প্রকাশ করেনি বাংলাদেশ এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তবে শ্রীলংকার একটি জনপ্রিয় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সিরিজের সময়সূচি।
আসুন বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের সম্ভাব্য সময়সূচী জেনে নিন! প্রথম টেস্ট : ২৩-২৭ অক্টোবর, ভেন্যু-ক্যান্ডি। দ্বিতীয় টেস্ট : ৩১ অক্টোবর-৪ নভেম্বর, ভেন্যু-ক্যান্ডি। তৃতীয় টেস্ট : ৮-১২ নভেম্বর, ভেন্যু- কলম্বো। উল্লেখ্য, এই সময়সূচি পরিবর্তন হতে পারে! সময়সূচির তথ্য একাত্তর টিভি খেলাযোগে প্রকাশিত।
2021-05-04 21:17:50 0000-00-00 00:00:00