একটি করোনাময় সময়ের ডায়েরি; পর্ব-১

আমাদের সময়কালের ভেতরে সব চাইতে ভয়াবহ সময় এর ভেতর দিয়ে বোধহয় আমরা এই মুহূর্তে যাচ্ছি। যেখানে প্রায় সমস্ত পৃথিবী স্বেচ্ছায় বা বাধ্য হয়ে গৃহবন্দী হয়ে যাচ্ছে দিন দিন। জানিনা কিভাবে কতদিনে এর সমাধান। তার থেকে ভয়ের হল আদৌ সমাধান হবে তো? হলেও ততদিনে খুব দেরী হয়ে যাবে কি না!

এমনো হাজারো চিন্তা হাজারো ভয় আমাদের সবার মনে। যেখানে কেউ কেউ এসব চিন্তাকে সরিয়ে পজিটিভ ভাবে চিন্তা করার চেষ্টা করছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে আবার অনেকেই সস্বার্থপরের মত নিজেকে বাঁচাতে সামর্থ্যের মাঝে সব কিছু কব্জা করতে ব্যস্ত।
সামনেই আমাদের নব বর্ষ, বাঙ্গালীর জন্য সব সময়ই অনেক বড় ব্যাপার এই পহেলা বৈশাখা। কিন্তু এবার বুঝি বৈশাখ কেবল ই কাল হয়ে আসছে। তাকে বরনের জন্য যত আয়োজন যত অপেক্ষা সব ঝড়ের পরের শান্ত স্তব্ধ হতাশায় পরিনত হয়েছে।
যদিও এখন পর্যন্ত সময়ের এই ভয়াবহতা আমাদের স্পর্শ করেনি (আলহামদুলিল্লাহ), কিন্তু চারদিক থেকে যে সে গ্রাস করতে এগিয়ে আসছে তার আলামত যেন আমরা ঠিকই পাচ্ছি।

অথচ আমাদের হাত পা বাঁধা। প্রকৃতির সামনে আমরা কত অসহায়! বিধাতার সিদ্ধান্তের সামনে আমাদের কোন কৌশলই কাজ করে না। শুধু এই কঠিন সময়ে কেবল নিজের কথা ভেবে অন্যের জন্য সময়টাকে আরো কঠিনতর না করা, এতটুকুই আমরা পারি। এইটুকই আমাদের সাধ্যের ভেতরে রয়েছে।সবার মন খারাপ, আমাদের সবার মনে প্রথমবার বুঝি একই রকমের সংকা, আতঙ্ক।আলাদা হয়েও মানসিকভাবে আমরা প্রথমবার বুঝি সবাই একই বিন্দুতে। সমস্ত মানব সম্প্রদায় একই সময়ে একই বিষয় নিয়ে ভাবছে। একই প্রার্থনা করছে। সেই প্রার্থনাতে আসুন আমরা সামিল করি সমগ্র বিশ্বকে।

এত বড় সংকটের মাঝে সময়ের আগেই কৃত্তিম এই খাদ্য সংকট তৈরি করে মানুষের মাঝে আরো আতংক ছড়িয়ে দেবেন না। বিশ্বাস করুন যদি খাওয়ার জন্য আপনি বেঁচে থাকেন, এই মহা সংকট যদি কেটে যায় না খেয়ে ইনশাআল্লাহ আপনি মরবেন না। কিন্তু আপনার বানানো বাংকারে আপনি একাই বেঁচে থাকলেন কিন্তু বিবেকহীন মনুষত্বহীন সেই আপনি এই জগতে বেঁচে থেকে কি হবে? জগতের তো আমাদের কে দরকার নেই!

জগত এর কেবল দরকার মায়া! human kind মুছে যাবার ভয় কেন জানেন? কারন আল্লাহ এক মাত্র মানুষ এর মাঝেই মনুষত্ব দিয়েছেন। মনুষত্ব হল একে অন্যের প্রতি মায়া, প্রকৃতির প্রতি ভালবাসা, তাঁর সৃষ্টিকে দেখে রাখা। সেই ভালবাসা সেই নৈতিকতাই মানুষকে সেরা জীব বানায়। সে তাই কেন্দ্রবিন্দু হয় সমস্র জীবন্ত চরাচরে। কিন্তু স্বার্থপরতা লালসা ভর করে নিলে মনুষত্ব বিহীন সেই মানব সন্তান তো বিশ্বের বুকে তুচ্ছ, মূল্যহীন। পারবেন একা বাঁচতে??? তবে আপনি যে ধংসকারী এই ভাইরাস এর চাইতে বড় অভিশাপ তাও জেনে রাখবেন।
চলবে…..

শানতুন জে মাহমুদ
সিডনি, অষ্ট্রেলীয়া

2021-03-07 15:49:23

2021-03-07 04:49:23

Published
Categorized as 52

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *