আন্তর্জাতিক ডেস্ক: প্রতি শুক্রবার লাউডস্পিকারে (উচ্চস্বরে) আজানের অনুমতি দেওয়ার উদ্যোগ নিয়েছে জার্মানি। দেশটির কোলন শহর ও সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলের একটি চুক্তির পর এ সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ।
কোলন শহরের ৩৫টি মসজিদকে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে পাঁচ মিনিট সময় পর্যন্ত আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হবে। এই উদ্যোগ দুই বছরের জন্য নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে ২০১৮ সালে প্রতিষ্ঠিত কোলন কেন্দ্রীয় মসজিদ। এটিই জার্মানির বৃহত্তম মসজিদ।
কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার এক টুইট বার্তায় জানিয়েছেন, মুয়াজ্জিনের আজানের অনুমতি দেওয়া আমার কাছে একটি সম্মানের বিষয়।
শহর কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার আজান সম্প্রচার করতে চাওয়া মসজিদগুলোকে লাউডস্পিকারের শব্দসীমা মেনে চলতে হবে। একইসঙ্গে প্রতিবেশীদের বিষয়টি আগাম অবহিত করতে হবে।
জার্মানিতে মুসলমানরা সংখ্যালঘু। প্রায় ৪৫ লাখ মুসলিম বাস করে সেখানে। কোলন শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মুসলিমবিদ্বেষীদের জন্য একটি ফ্ল্যাশপয়েন্ট।
2022-04-09 16:40:21
2022-04-09 06:40:21