দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জির বিদায়ের পর দীর্ঘদিন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদ খালি ছিল। এবার সেই পদে বসতে যাচ্ছেন ইংল্যান্ডের জন লুইস।
করোনার কারণে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এই পদটি এতদিন শূন্য ছিল। তবে এবার ব্যাটিং কোচ পাচ্ছে টাইগাররা। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ আসবেন তিনি। এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাক্ষাৎ করবেন।
চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ দল। এই সিরিজেই জন লুইসকে ব্যাটিং কোচ হিসেবে পাবে তামিম-মুশফিকরা।
তবে তিনি কতদিনের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সাক্ষাৎ শেষেই আনুষ্ঠানিকভেব জন লুইসের চুক্তির মেয়াদ জানানো হবে।
২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা লুইস প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে ১০ হাজার ৮২১ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬টি সেঞ্চুরি রয়েছে তার। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে ৪৭৪৭ রান করেছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ১টি সেঞ্চুরি আছে তার।
2021-05-04 21:36:06
2021-01-05 12:18:37