তুরস্কের আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পর তুরস্ককে ইসলামি খেলাফত শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানায় সরকার সমর্থিত একটি ম্যাগাজিন। সে আহ্বান প্রত্যাখ্যান করেছে তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একেপি।
দলটির মুখপাত্র ওমের সেলিক এক টুইটে বলেন, তুরস্ক একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং তা আইন অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থাকবে। বর্তমান তুরস্ক আমাদের সবার জন্য একটি বড় ছাতা। তাই একে পরিবর্তনের কোনো প্রয়োজন দেখছি না।
ওমের সেলিক বলেন, তুরস্ক সব সময় প্রজাতন্ত্র থাকবে। দেশ ও জাতির একাত্মতায় এবং আমাদের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের নেতৃত্বে আমরা অগ্রসর হবো। অতীতে যা আমাদের রাষ্ট্র হাসিল করতে পারেনি তা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের তুরস্ক রিপাবলিক প্রতিনিয়ত উন্নতি করবে।
ফাইভ পিলার্সের বরাতে জানা যায়, আ য়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পর তুরস্কের সরকার সমর্থিত এক ম্যাগাজিনে ইসলামি খেলাফতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এর পরই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00