বাংলাদেশে নৌ বাহিনীর এক কর্মকর্তাকে প্রকাশ্যে প্রহারের দায়ে গ্রেপ্তারকৃত হাজী সেলিমের সুপুত্র ইরফানের জামিন হয়েছে। ঘটনার পরপরই ইরফানের বাসা থেকে র্যাব অস্ত্র, মাদক ও ওয়াকিটকি উদ্ধার করেছিল। ইরফানের ব্যাক্তিগত টর্চার সেল থেকে মানুষের হাড়গোরও উদ্ধার করেছিল পুলিশ।
তবে পুলিশের ‘চুড়ান্ত’ প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র ও মাদক শয়নকক্ষ নয় অতিথিকক্ষ থেকে উদ্ধার হয়েছে। ইরফানের অতিথিকক্ষে নাকি কেউ এগুলো রেখে গিয়েছিল ইরফানের মান-সন্মান নষ্ট করার জন্য।
ইরফানের পিতা ও শ্বশুর দু’জনেই সংসদ সদস্য, স্বাভাবিকভাবেই তার খুঁটির জোর অনেক শক্ত, তাকে আটক রাখার সাধ্য কার? এটি বুঝতে আইনষ্টাইন হবার প্রয়োজন নাই। ঘটনা ঘটার পর হাজী সেলিমের দখলকৃত জায়গাগুলোতে বুলডোজার ঢুকেছিল, এগুলো সবই ছিল মূলত আইওয়াশ।
পুরান ঢাকার হাজী সেলিমের ব্যাটা ইরফান এবার হয়তো আরও শক্তিশালী হয়ে রাষ্ট্রের ও সাধারণ মানুষজনের জায়গা-জমি দখলে আরো বেশী মরিয়া হয়ে উঠবে। অস্ত্র, মাদক, ব্যাক্তিগত টর্চার সেলে মানুষের হাড়গোর বৃদ্ধিতে হয়তো আরো বেশী সক্রিয় হয়ে উঠবে।
কামরুল ইসলাম
প্রধান সম্পাদক
2021-03-14 17:04:56
2021-03-14 06:04:56