ইনজুরি যেন তাসকিন আহমেদের ভাগ্যের সাথে জড়িয়ে আছে। ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাওয়ার পর ইনজুরিতে পড়েছেন তিনি। এর আগেও তাসকিনের সাথে এমনটি হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো পারফর্ম করে দলে জায়গা পান তিনি। কিন্তু ইনজুরির কারণে সেবার নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল তাসকিনকে। এবারও দলে জায়গা পাওয়ার পর ইনজুরিতে পড়েছেন তাসকিন।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামেন তাসকিন। অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে আঙুল। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
তাসকিনের আঙুলে সেলাই দেওয়া হবে। এরপর জানা যাবে তাকে কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফিটনেস ও বোলিংয়ে উন্নতি করে জাতীয় দলের রাডারে ফিরেছিলেন তাসকিন। কিন্তু ইনজুরিতে উইন্ডিজ সিরিজ অনেকটাই অনিশ্চিত হয়ে গেল তাসকিনের।
2021-05-04 21:38:14
2021-01-11 07:46:10