জয়-পরাজয়ের নিস্পত্তি হয়নি ইতালি-নেদারল্যান্ডস ম্যাচে। ১-১ সমতায় শেষ ম্যাচ। গ্রুপ ওয়ানে আরো একটি ড্র ম্যাচ।
ইতালি-নেদারল্যান্ডস কেউ জেতেনি। তবে নতুন ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোরের অধীনে গোলের দেখা পেয়েছে অরেঞ্জরা। ৩২৩ মিনিট অপেক্ষার পর প্রথম গোলটি করেন ডনি ফন ডি বিক। ম্যাচের অবশ্য দ্বিতীয় সেটি।
কেননা তার নয় মিনিট আগে ইতালিকে এগিয়ে দিয়েছিলেন লরেঞ্জো পেলেগ্রিনি।
2021-05-04 22:13:06
0000-00-00 00:00:00