কাতার ২০২২ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ড্র প্রকাশ করা হয়েছে। যার ডেথ গ্রুপে আবারও পড়েছে নেদারল্যান্ডস। ‘জি’ গ্রুপে এবার তাদের লড়তে হবে তুরস্ক, নরওয়ে ও মন্টেনেগ্রোর বিপক্ষে। একই গ্রুপে আছে লাটভিয়া ও জিব্রাল্টারও।
গত বিশ্বকাপের বাছাইপর্বেও ডেথ গ্রুপে পড়েছিল ডাচরা। সেবার বাছাইপর্বের সেতু পেরোতে না পারায় রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয় তাদের।
এবারের বাছাইপর্বের আরেকটি আগ্রহ জাগানিয়া গ্রুপ হলো আই। এই গ্রুপে আছে ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা ও সান মারিনো। যেখানে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট থ্রি-লায়ন্সদের শক্ত প্রতিপক্ষ পোল্যান্ড। তবে হাঙ্গেরি দেরিতে হলেও সাম্প্রতিক সময়ে নিজেদের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে।
আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে ইউরোপের ৫৫ দলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের লড়াই।
ইউরোপ অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ড্র:
গ্রুপ-এ:
পর্তুগাল, সার্বিয়া, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, আজারবাইজান।
গ্রুপ-বি:
স্পেন, সুইডেন, গ্রিস, জর্জিয়া, কসোভো।
গ্রুপ-সি:
ইতালি, সুইজারল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, বুলগেরিয়া, লিথুয়ানিয়া।
গ্রুপ-ডি:
ফ্রান্স, ইউক্রেন, ফিনল্যান্ড, বসনিয়া ও হার্জেগোভিনা, কাজাখস্তান।
গ্রুপ-ই:
বেলজিয়াম, ওয়েলস, চেক প্রজাতন্ত্র, বেলারুশ, এস্তোনিয়া।
গ্রুপ-এফ:
ডেনমার্ক, অস্ট্রিয়া, স্কটল্যান্ড, ইসরায়েল, ফারো আইল্যান্ড, মালদোভা।
গ্রুপ-জি:
নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, মন্টেনেগ্রো, লাটভিয়া, জিব্রাল্টার।
গ্রুপ-এইচ:
ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, রাশিয়া, স্লোভেনিয়া, সাইপ্রাস, মাল্টা।
গ্রুপ-আই:
ইংল্যান্ড, পোল্যান্ড, হাঙ্গেরি, আলবেনিয়া, অ্যান্ডোরা, সান মারিনো।
গ্রুপ-জে:
জার্মানি, রোমানিয়া, আইসল্যান্ড, উত্তর ম্যাসেডোনিয়া, আর্মেনিয়া।
2021-03-07 00:30:58
2021-03-06 13:30:58