তুরস্কের পশ্চিম উপকূলে ইউরোপগামী একটি জাহাজে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭৬ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
তুরস্কের ইজমির উপকূল থেকে ওঠা এসব অভিবাসীরা ইউরোপ যাত্রার উদ্দেশ্যে জাহাজটিতে ওঠেন। এতে মোট ২৭৬ জন অভিবাসী প্রত্যাশী ও আশ্রয় প্রার্থী ছিলেন। নারলিদার উপকূলে জাহাজটি থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে আফগান, বাংলাদেশি, সিরিয়ান, মধ্য আফ্রিকা, সোমালিয়া ও ইরানিয়ান নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন রয়েছেন তা এখনো জানানো হয়নি। তারা তুরস্কের বিভিন্ন স্থান থেকে এসে সেখানে জড়ো হয়েছিলেন।
পুলিশ বলছে, উদ্ধার অভিযানের সময় জাহাজটির বায়ুনিধোরক একটি কক্ষ থেকে ৪৬ জন নারী ও ৫৯ জন শিশুকে বের করে আনা হয়। উদ্ধার হওয়া কয়েকজনের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। এর আগে সোমবার তুর্কি নৌবাহিনী এজিয়ান সাগরে একটি নৌকা থেকে ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করে।
2021-01-30 06:29:31
0000-00-00 00:00:00